স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি এবার ভাইস এবং মহিলা ভাইস চেয়ারম্যানের মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামীলীগের নীতি নির্র্ধারক পর্যায় হতে।
সোমবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করান নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল লাইভ নারায়ণগঞ্জের কাছে।
এ বিষয়ে তিনি বলেন, রাতে হঠাৎ করে কেন্দ্র হতে আমাদের কাছে জানানো হয় বিষয়টি। চেয়ারম্যান প্রার্থীদের মতো ভাইস এবং মহিলা ভাইস চেয়ারম্যানের মনোনয়ন কেন্দ্র হতে দিবে বলে সিদ্ধান্ত হয়েছে। আমরা অলরেডি বিষয়টিকে নিয়ে আলাপ-আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া শুরু করেছি।ভাইস ও মহিলা ভাইস চেয়ারম্যানের মনোনয়নও দলীয়ভাবে দিবে আ.লীগ