ভাবিকে হত্যার অভিযোগে ননদের স্বামীকে ফাঁসি

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে ভাবি নিশা বেগমের হত্যার দায়ে ননদের স্বামী আবদুর রহমানকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতে শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন। মামলার অভিযোগ পত্রের ২ জন সাক্ষীর জবানবন্দির ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন।

নিশা বেগম নবাগঞ্জ নোয়াদ্দা এলাকার তাজুল ইসলামের স্ত্রী। আসামী মো. আবদুর রহমান তাদের সাথেই বসবাস করতেন। তাদের স্থায়ী ঠিকানা চাঁদপুরের দক্ষিণ বালিপাড়া থানায়।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ নভেম্বর রাত সাড়ে ৮টার নবীগঞ্জের নোয়াদ্দা এলাকায় তাজুল ইসলাম বসত বাড়ি ভিকটিম নিশা বেগমকে কুপ্রস্তাব দিলে রাজি না হওয়াতে ছুরির আঘাতে হত্যা করে আবদুর রহমান। এঘটনায় নিহতের ভাই রাব্বি মিয়া বাদী হয়ে বন্দর থানায় মামলা করে। পরে নিহত নিশা বেগমের ২ সন্তান আরজু ও আজমীর আদালতে স্বাক্ষী দিলে আসামীকে দোষী সাব্যস্ত করে ৩০২ ধারায় মৃত্যুদন্ডে দন্ডিত করা হয়।
মামলার ঘটনায় আদালত থেকে জানান, মহামান্য হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে ক্রিমিনাল প্রডিউসার কোড এর ৩৬৮ ধারায় বনির্ত বিধান মোতাবেক আসামীর মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে লটকিয়ে উক্ত আদেশ কার্যকর করার নির্দেশ প্রদান করেন।