লাইভ নারায়ণগঞ্জ : বুধবার সকালে বরফকল ঘাট এলাকায় ভারত থেকে মাল নিয়ে আসা এমভি আগইলঝড়া জাহাজ থেকে ৩ চাঁদাবাজকে হাতে-নাতে আটক করে পুলিশ।
অভিযুক্ত চাঁদাবাজরা হলো শাহজালাল (৪০), নয়ন (৩০) ও ফয়সাল (২৫)। চাঁদাবাজরা পুলিশকে জানায় তারা সবুজ সিকদার ও চুন্নু নিয়ন্ত্রণে কাজ করে।
জানা গেছে, শীতলক্ষ্যা নদীর বরফকল ঘাটে কাষ্টমসের জন্য ভারত থেকে সিমেন্টের ফ্লাইঅ্যাশ নিয়ে আসে এমভি আগইলঝড়া-১১। বুধবার ভোরে ১০/১২ জনের একটি দল জাহাজে গিয়ে চাঁদা দাবি করে। জাহাজের মাস্টার সৈয়দ সেলিম জানান, চাঁদাবাজরা তার কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে।
এ সময় তিনি চাঁদা দিতে অস্বীকার করলে চাঁদাবাজরা সবুজ ও চুন্নু সিকদারের নেতৃত্বে তাকে মারধর করে। এ সময় তার ডাক চিৎকারে অন্যান্য জাহাজের স্টাফরা এ জাহাজে এলে চাঁদাবাজরা পালিয়ে যায়। এর মধ্যে ৩ চাঁদাবাজকে জাহাজের স্টাফরা আটক করে নৌ-পুলিশে সোপর্দ করে।
এ ব্যপারে নৌ-পুলিশের পুলিশ সুপার হুমায়ূন আহাম্মেদ জানান, আমরা ৩ জনকে আটক করেছি। তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগ পেয়েছি তবে এ বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় জাহাজের মাস্টার বাদী হয়ে সদর থানায় মামলা করেন।