স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আন্তার্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা যুবদল।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা।
জেলা যুবদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান স্বপনের নেতৃত্বে নেতাকর্মীরা শোডাইন করে সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন। উৎসব মুখ পরিবেশে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শহিদুর রহমান স্বপনসহ আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম চয়ন, জেলা যুবদলের রাসেল রানা, আনিছ, লাভলু, কামাল হোসেন, ইসমাইল, সেলিম হোসেন, ফিরোজ মিয়া, জাহের, শ্যামল, শাহীন, চপল, সোহেল, আশ্রয় মোল্লা, স্বপন চৌধুরী, মিন্টুসহ আরো অনেকে।
ভাষা শহীদদের প্রতি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের শ্রদ্ধা