’
স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তে রঞ্জিত আমাদের এই বাংলার ইতিহাসে ভাষা আন্দোলন আরো একটি রক্তিম পাতা, যা প্রত্যেক বাঙালির মনে দেয় নাড়া।
৫২‘র ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার জন্য রক্ত দিয়েছিলেন বাদামতলী কমার্শিয়াল প্রেসের মালিকের ছেলে রফিক, তেজোদীপ্ত তরুণ সালাম, এম. এ. ক্লাসের ছাত্র বরকত ও আব্দুল জব্বারসহ আরো অনেকে। জীবন উৎসর্গ করে এই শহীদেরা বাঙালিদের চির ঋণী করেছে। ৬৭ বছর পেরিয়ে গেছে তবুও বাঙালি জাতি তাদের অবদান ভুলে নি। তারই ধারাবাহিকতায় ৫২‘র ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করবে জনপ্রিয় গণমাধ্যমের ফেইসবুক গ্রুপ ‘নারায়ণগঞ্জস্থান’।
বৃহস্পতিবার(২১ শে ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮ টায় নগরীর চাষাঢ়া শহীদ মিনারে ফুল দিয়ে সকল ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হবে। প্রতিবারের মত এবারও মাথায় ব্যান্ড, মুখে আলপোনায় রাঙিয়ে গ্রুপের সদস্যবৃন্দ অংশগ্রহণ করবে র্যালিতে।
নারায়ণগঞ্জস্থান গ্রুপ এডমিন আরেফিন রওশান হৃদয় জানান, ২১ শে ফেব্রুয়ারি সকাল ৮ বেজে ১৫ মিনিটে গ্রুপের সদস্যরা চাষাঢ়া বালুরমাঠে (প্রেস ক্লাবের পাশে) সমবেত হবো। পরে সকলে মিলে শহীদ মিনারে ভাষা সৈনিকদের শ্রদ্ধা নিবেদন করবো।