ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানালো জেলা যুবদল

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ।

বৃহস্পতিবার (২১শে ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ টা ২০ মিনিটে নগরীর চাষাঢ়া শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, সহ সভাপতি আব্দুল কাদির, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য অ্যাড, আনিসুর রহমান দিপু সহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।