ভাষা সৈনিকদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত না.গঞ্জ

#প্রভাতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে র‌্যালীতে বেরুব: বন্দর ইউএনও
# উপজেলা অফিসের ভবনগুলোকে আলোকসজ্জায় সজ্জিত করেছি: রূপগঞ্জ ইউএনও
# ডিসি অফিসের কর্মপরিকল্পনা অনুযায়ী কর্মসূচির আয়োজন করেছি: সোনারগাঁ ইউএনও
#৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: জেলা পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ২১ শে ফেব্রুয়ারির জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছে নারায়ণগঞ্জ। পুরো জেলার ৫টি উপজেলা, সিটি কর্পোরেশন, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যক্তিগত প্রতিষ্ঠানসহ নানা স্তরে আন্তার্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেই সাথে জেলা পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয়েছে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ভাষা শহীদ ও আন্তার্জাতিক মাতৃভাষা দিবসে নানা আয়োজনের ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তাদের সাথে কথা হয়েছে- লাইভ নারায়ণগঞ্জের।

২১ শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে নানা কার্মসূচি সম্পর্কে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী বলেন, আমরা ২১‘শে ফেব্রুয়ারি উপলক্ষে রাত ১২টায় পুষ্পঅর্পণ করবো শহীদ মিনারে। ভোরে সূর্যোদয়ের সময় জাতীয় পতাকা অর্ধনমিত কর্মসূচী পালন করবো। প্রভাতে সকল স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে র‌্যালী কার্যক্রম করবো। এছাড়া ‘সমর ক্ষেত্র’ মাঠে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে সকল স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা আসবেন। অন্যদিকে বন্দর উপজেলার প্রতিটা মসজিদ-মাদ্রাসা, মন্দীর, গীর্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে বিশেষ প্রার্থণা কার্যক্রম রয়েছে। গত সোমবার (১৮ ফেব্রুয়ারি) আমরা বিভিন্ন স্কুলে-কলেজের ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়জন করেছিলাম। বিজয়ীদেরকে আগামী ২১’শে ফেব্রুয়ারিতে বন্দর ‘সমর ক্ষেত্র’ মাঠে পুরষ্কার প্রদান করা হবে।

রূপগঞ্জ উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম লাইভ নারায়ণগঞ্জকে বলেন, আমরা আজকে আন্তর্জাতীক ভাষা দিবসের শহীদদের স্মরণে বিভিন্ন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং নি¤œ মাধ্যমিকের শিক্ষার্থীদেকে নিয়ে কবিতা আবৃত্তি, রচনা এবং চিত্রাঙ্গন প্রতিযোগীতার আয়জন করেছি। যা ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে। কড়ইতলা মঞ্চের মাঠে বিজয়ীদের পুরস্কৃৃত করা হবে। এছাড়া ২১’শে ফেব্রয়ারি রাত ১২টায় শহীদদের স্মরণে পুষ্প অর্পণ করা, ভোর ৭টায় প্রভাত ফেরি, মন্দীর-মসজীদ-গীর্জাগুলোতে বিশেষ প্রার্থণা, সমরক্ষেত্র মঞ্চের মাঠে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদী কার্যক্রম রেখেছি। এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের উপজেলা অফিসের ভবনগুলোকে আলোকসজ্জায় সজ্জিত করেছি।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন সরকার বলেন, আমরা আমাদের ডিসি অফিসের কর্মপরিকল্পনা অনুযায়ী সোনারগাঁ উপজেলায় ভাষা শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচী রেখেছি। ২০ ফেব্রুয়ারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪টা গ্রুপ করে বিতর্ক, রচনা, উপস্থিত বক্তৃতা ইত্যাদি প্রতিযোগিতার আয়জন করেছি। এছাড়া ২১’শে ফেব্রুয়ারি উপলক্ষে রাত ১২টায় পুষ্পঅর্পণ, ভোরে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, সকাল সাড়ে ৯টায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচী রেখেছি। তাছাড়া আমাদের নিজস্ব উপজেলা অফিসে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়জন আমরা করেছি।

এছাড়া প্রেরিত এক বার্তায় জেলা প্রশাসক রাব্বি মিয়া জানিয়েছেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসন নানা কর্মসূচির আয়োজন করেছে। ৯ ফেব্রুয়ারি থেকে কর্মসূচিগুলো শুরু হয়। ২১শে ফেব্রুয়ারিতে রাত ১২ টা মিনিটে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনার্থে কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে পুষ্প অর্পণ, সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার কর্মসূচিসহ নানা কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক মাতৃবাষা দিবস উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র, পুলিশের বিশেষ শাখার ডিআই-টু সাজ্জাদ রোমন জানান, ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃবাষা দিবস উপলক্ষে পুলিশের তরফ থেকে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে পুলিশ ফোর্স বিশেষভাবে দায়িত্বরত থাকবে। এছাড়া উপজেলা ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। মূলত বিশেষ সতকর্তার সাথে নারায়ণগঞ্জবাসীর জন্যে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।