ভাড়াটে খুনির বয়ান ‘৫ হাজার টাকায় হত্যা’

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে এক আসামী। আসামীর নাম কামাল, রুপগঞ্জ মুসরি এলাকার লাল মিয়ার ছেলে। জবানবন্দি হতে জানা যায়, সে একজন ভাড়াটে খুনি। টাকার বিনিময়ে খুন করে থাকেন।

২০১৮ সনের ১০ ডিসেম্বর ফতুল্লার মো. সাইফুল ইসলাম এর হত্যাকান্ডের সাথে জড়িত সে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলম এর আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেয় সে। এর আগে আসামী কামালকে ১২ ফেব্রুয়ারি বিজ্ঞ আদালতের নির্দেশে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়।

জবানবন্দিতে কামাল বলে, ২০১৮ সালের ১০ ডিসেম্বর পূর্ব শত্রুতার জের ধরে মো. সাইফুলকে হত্যা করা হয়। হত্যাকান্ডে আমি সহ আরো ৩ জন জড়িত ছিল। আমার সাথে নিহতের সাথে কোন সম্পর্ক বা কোন শত্রুতা ছিলো না। ৫ হাজার টাকার বিনিময়ে আমি হত্যাকান্ডে জড়িত হই।

এছাড়াও আসামী কামাল আরো বলে, সে একজন ভাড়াটে খুনি। তাকে ৫ হাজার টাকায় ভাড়া করে এ খুনটি করানো হয়েছে।
উল্লেখ্য, ফতুল্লা কুতুবপুর ইউনিয়নের রসুলপুরে মোবাইল ফেক্সিলোডের দোকান বন্ধ করে বাসার উদ্দেশ্যে রওনা করেছিলেন ফেরার পথে মো. সাইফুল ইসলাম (২৮)। কিন্তু আসামী কামালসহ আরো ৩ জন যুবক পথরোধ করে তাকে ছুরিকাঘাত করে ও তার হাতে থাকা মোবাইল নিয়ে পালিয়ে যায়। ছুরির আঘাতে সাইফুলের মৃত্যু ঘটে। এলাকার বাতেন মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. আবুল কাশেমের ছেলে ছিল সাইফুল। এ হত্যাকান্ডের ব্যাপারে ফতুল্লা থানায় একটি মামলা হয়।

কোর্ট পুলিশের এএসআই কামরুল ইসলাম বলেন, মো. সাইফুল ইসলাম হত্যার মামলাটির তদন্ত কালীণ সময়ে গত ১৮ জানুয়ারি ভিকটিম সাইফুলের মোবাইল আসামী কামাল চালু করে। এতে মোবাইল ট্র্যাকিং করে আসামীকে রূপগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ১২ ফেব্রুয়ারি আসামী কামালকে বিজ্ঞ আদালতের নির্দেশের ৩ দিনের রিমান্ড শেষে আজ ১৬৪ এ জবানবন্দি দিতে আদালতে উঠানো হয়। আসামী কামাল রিমান্ডে হত্যাকান্ডের দোষ স্বীকার করেছে। তার সাথে জড়িতদের নাম প্রকাশ করেছে সে।