স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বাইরে অবস্থান করার কারণে এবার একটু ভিন্ন আঙ্গিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
এসময় তার পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের অন্যান্য জনপ্রতিনিধি ও তাদের পরিবারের সদস্যরাও।
জানা গেছে, বঙ্গবন্ধু জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) খুলনায় অবস্থিত তার ফাইভ স্টার ফার্মহাউজে এক জামকালো আয়োজন করা হয়েছে। সেখানে আলোচনা সভা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের জন্য দোয়া ও বঙ্গবন্ধু জন্ম বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
এসময় উপস্থিত ছিলেন- নারায়নগঞ্জ জেলা পরিষদের সদস্য মাসুম আহমেদ, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান গাজী এম এ সালাম।