ভুয়া ডাক্তারের জেল, হাসপাতাল সীলগালা

লাইভ নারায়ণগঞ্জ: নামের পাশে পদবীর ডিগ্রী হিসেবে লেখা থাকতো ‘এমবিবিএস, এফসিপিএস’। নিজেকে অভিজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে দিনের পর দিন প্রতারণা করে আসছিলেন রোগীদের কাছে। তবে শেষ পর্যন্ত র‌্যাবের অভিযানে ধরা পড়লেন ভুয়া নারী চিকিৎসক ফাহমিদা আলম।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাত ১১টায় অভিযান চালিয়ে ফাহমিদা আলম নামের এক ভুয়া ডাক্তারকে ৬ মাসের জেল দিয়েছে ভ্রম্যমান আদালত ও র‌্যাব-১১। একইসঙ্গে ঐ ডাক্তারের কর্মরত হাসপাতাল ‘এম হোসেন জেনারেল হসপিটাল’টি সীলগালা করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন জানান, ফাহমিদা আলম দীর্ঘদিন নামের পাশে ‘এমবিবিএস, এফসিপিএস’ পদবীর ডিগ্রী লিখে নিজেকে অভিজ্ঞ ডাক্তার হিসেবে পরিচয় দেন। তবে অভিযানের সময় তিনি নিজেকে ডাক্তার পরিচয় দিলেও দেখাতে পারেননি কোন প্রমাণপত্র।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের নেতৃত্বে ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম।