ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটায় ব্যবসায়ীকে কারাদন্ড

লাইভ নারায়ণগঞ্জ : মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সরকারি জমিতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মাটি ব্যবসায়ীকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

ভেকু দিয়ে মাটি কাটার দায়ে রূপগঞ্জে ওবায়দুল কবির হোসেন টিটু নামে এই মাটি ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ কারাদন্ড প্রদাণ করেন। দন্ডপ্রাপ্ত ওবায়দুল কবির হোসেন ভোলাব ইউনিয়নের চারিতালুক এলাকার মৃত মোতালিব ভূইয়ার ছেলে।

ভোলাব তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক রিয়াজুল ইসলাম জানান, চারিতালুক এলাকার উন্মুক্তকৃষি জমিসহ সরকারী জমির মাটি অবৈধভাবে ভেকু দিয়ে কেটে নিচ্ছে ওবায়দুল কবির হোসেন টিটু। ইউএনও’র নির্দেশক্রমে টিটুকে তার নিজ এলাকা থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। তাৎক্ষনিক আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ওবায়দুল কবির হোসেন টিটুকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।