স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ : রোববার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন চলবে। আজ সকালে সোনারগাঁয়ে শান্তি পূর্ণভাবে ভোট চলছে, তবে সেটা অনেকটাই ভোটার বিহীন, সাধারণ মানুষের মাঝে ভোটের আমেজ নেই, ভোটের লাইনে শুন্যতা দেখা যায়। রোববার (৩১ মার্চ) সকালে সোনারগাঁ চরলাল সরকারি প্রাথমিক বিদ্যালয় গিয়ে এ দৃশ্য দেখা যায়।
এ কেন্দ্রে নৌকা প্রতীকের পোলিং এজেন্ট থাকলেও ঘোড়া প্রতিকের কোন পোলিং এজেন্ট নেই।
সেখান থেকে আমাদের প্রতিনিধি জানান, কেন্দ্রটিতে ৩২০৬ জন ভোটার। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রে ভোট পরে মাত্র ৮০টি।
কেন্দ্রের প্রিজাটিং অফিসার সাইফুল ইসলাম জানান, নির্বাচন শান্তিপূণ্য হচ্ছে। কোন কক্ষেই বিশৃ্ঙ্খলা নেই।
এর আগে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন থেকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়। নির্বাচনী সামগ্রীসহ নির্বাচন কর্মকর্তারা শনিবার রাত থেকে নিজ নিজ কেন্দ্রে অবস্থান করছেন। রোববার নির্বাচনী এলাকাসমূহে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাচনী উপজেলাগুলোতে চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।