ভোটার শূন্য কেন্দ্রে, বাক্স ভর্তি ভোট

রূপগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ৪র্থ ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় প্রশাসনের অসহযোগীতা, কারচুপি, জোরপূর্বক ভোট প্রদান, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়া ও প্রার্থীদের নাজেহাল করার অভিযোগে ৭ প্রতিদ্বন্ধী প্রার্থী ভোট বর্জন করেছেন। রবিবার দুপুর আড়াইটায় পৃথকভাবে সংবাদ সম্মেলন করে তারা ভোট বর্জনের ঘোষনা দেন।
জানা যায়, ৪র্থ ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে রূপগঞ্জে সকাল থেকে সুষ্টুভাবেই নির্বাচন চলছিল। দুপুর ১২টা পর্যন্ত গড়ে ৮ শতাংশের মতো ভোট সংগ্রহ হয়। ভোটারদের অনাগ্রের কারনে দুপুর ১২টার পর থেকেই স্থাণীয় আওয়ামীলীগ সমর্থিত প্যানেলের লোকজন জোর করে সিল মারছিলেন বলে অভিযোগ করেন প্রতিপক্ষের স্বতন্ত্র প্রার্থীরা। এছাড়াও কেন্দ্র থেকে প্রার্থীদের এজেন্ট মারধর করে বের করে দেয়া বলে অভিযোগ করেন তারা। এ সময় বর্তমান ভাইসচেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ বলেন,সকালে সুষ্ঠু ভোটের ড্যামী দেখিয়ে দুপুরে কেন্দ্রে কেন্দ্রে একযোগে ব্যাপকহারে সিল মেরে নেয় মন্ত্রী সমর্থিত প্যানেল। এ সময় প্রার্থীদেরও নাজেহাল করেন সরকারি দলের লোকজন। আমরা প্রশাসনের সহযোগীতা চেয়েও পাইনি। এ কারনে প্রতিপক্ষের চেয়ারম্যান প্রার্থী তাবিবুল কাদির তমাল, ভাইস চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হারেজ, মোতাহার হোসেন নাদিম, এডভোকেট স্বপন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার চম্পা, এডভোকেট শায়লা তাহসীন সিথী ও হ্যাপী আক্তার দুপুর আড়াইটায় ভোট বর্জনের ঘোষনা দেন। রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ঘুরে দেখা গেছে, সকালে কোন কেন্দ্রেই লোকজনের উপস্থিতি নজরে পরেনি। বেলা ১১টায় দিকে মুশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ নং বুথে ভোট পরেনি একটিও। এসময় ব্যালটবাক্স খালি থাকলেও দুপুরের পর হঠাৎ করেই ব্যালট বাক্স ভরে উঠে গায়েবী ভোটে। এসব কারনে সরকারি দল সমর্থিত চেয়ারম্যান পদে নৌকা প্রতিক, ভাইস চেয়ারম্যান পদে চশমা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতিকের প্রার্থী ছাড়া সকল স্বতন্ত্র প্রার্থী পৃথকভাবে সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেন। এদিকে জোর করে ভোট দেয়ার অভিযোগে দুপুর ১২টার দিকে গন্ধর্বপুর ভোট কেন্দ্রে ১ ঘন্টা বন্ধ রাখা যায়। কাঞ্চন কেন্দুয়াপাড়া বিদ্যালয়ে দুইপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া গত শনিবার রাতে ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে হাটাব আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুইপক্ষের মাঝে সংঘর্ষ হয়।