ভোলাইলে তরুণীকে ধষর্ণের পর হত্যা, সহযোগীদের খোঁজে পুলিশ

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার ভোলাইলে অজ্ঞাত সেই প্রতিবন্ধি তরুণীকে ধষর্ণের পর হত্যার ঘটনায় সহযোগীদের খোঁজছে পুলিশ। এঘটনায় অভিযান চালাতে আসামীদের রিমা-ে নেওয়া হয়েছে।
সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাহামুদুল মহসিন’র আদালত ১ দিনের রিমা- মঞ্জুর করেন। এর আগে ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা ৫ দিনের রিমা- আবেদন করেন।
রিমা- প্রাপ্তরা হলেন রাসেল (২৪), অহিদ (২৪), সাগর (২০) ওে অনিক (২২)।
পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা জানান, জিজ্ঞাসাবাদ কালে আসামীরা অপরাদধের কথা স্বীকার করে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন।
এর আগে হত্যাকা-ের ব্যাপারে জবানবন্দিতে মামলার অন্য আসামী শুক্কুর আলী জানিয়েছে, মেয়েটি মানুসিক প্রতিবন্ধী ছিল। ৮ জানুয়ারি রাত সাড়ে ৯টায় শহরের কলেজ রোডে ঘুরতে দেখে ব্যাটারি চালিত অটো রিকশায় উঠিয়ে কাশিপুরের ভোলাইল এলাকায় নিয়ে যায়। সেখানে নিয়ে মেয়েটির গায়ে হাত দিয়ে দেখে শরীরে প্রচন্ড জ্বর গা পুড়ে যাওয়ার মত ও মুখ দিয়ে লালা পড়ছে। এ অবস্থায় তারা ৮ জন মাঠে নিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করে।

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি ফতুল্লার ভোলাইল এলাকায় পরিত্যক্ত জায়গা থেকে ২২ বছর বয়সী ওই তরুণীর লাশ উদ্ধারের সময়ে পড়নে ছিল সোয়েটার, চাদর ও পায়জামা। ধারণা করা যাচ্ছে, দুর্বৃত্তরা ওই যুবতীকে অন্য কোথাও ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করে এখানে ফেলে গেছে।