ভ্রাম্যমান আদালত: ৩১ পরিবহনকে অর্থদন্ড

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ড্রাইভিং লাইসেন্স না থাকা, গাড়ির ফিটনেন্স লাইসেন্স না থাকা এবং মোটর সাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার না করার অপরাধে ৩৮ হাজার ৪‘শ টাকা অর্থদন্ড প্রদান করেছে আদালত।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) নগরীর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ, নুশরাত আরা খানম, ফারজানা আক্তার, শারমিন আরা এবং তানিয়া তাবাসসুম।

এসময় উপস্থিত ছিলেন বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন শরীফ আহমেদ, আতিকুল ইসলাম এবং জাহিদ ইবনে কামাল। সহযোগীতায় ছিলেন নারায়ণগঞ্জ বিআরটিএ’র কর্মকর্তা ইমরান হোসেন এবং বাংলাদেশ পুলিশ ও আনসার সদস্যের ২টি টিম।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে জানা গেছে, মোটযান অধ্যাদেশ ১৯৮৩ আইনের বিভিন্ন ধারায় মোট ৩১ টি মোটরযান ও মটর সাইকেলোকে ড্রাইভিং লাইসেন্স না থাকা, গাড়ির ফিটনেন্স লাইসেন্স না থাকা এবং মোটর সাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার না করার দায়ে মোট ৩৮ হাজার ‘শ ৪ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।