স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: প্রথমবারের মতো ৮২ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের পাগলা থেকে ছেড়ে যাওয়া এমভি মধুমতি এখন কলকাতায়।
চাঁদপুর-বরিশাল-মংলা হয়ে সুন্দরবনের মধ্য দিয়ে ভারতের হলদিয়া হয়ে দুপুরে কলকাতায় পৌঁছেছে জাহাজটি।
এর আগে গত ২৯ মার্চ বিকালে নারায়ণগঞ্জের পাগলার মেরিএন্ডারসন ঘাট থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হন। সার্ভিসটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
যাত্রীরা বলেন, জাহাজটা ইন্ডিয়া যাবে কেমন লাগে দেখতে আসছি, সুন্দরবন দিয়ে যাবো বাঘ দেখবো, এই রোডটা কেমন দেখবো।
এমভি মধুমতির সেকেন্ড অফিসার মো. বাবলু শিকদার বলেন, চাঁদপুর-বরিশাল-মংলা পোর্ট হয়ে বাংলাদেশের শেষ সীমানা আংটিহারা গিয়ে কাস্টমস হয়েছে।
এদিকে সার্ভিস দেশের পর্যটনে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।