সোনারগাঁ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: রাত পোহালেই নির্বাচন। আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা। নির্বাচন কমিশনের সকল প্রস্তুতি সম্পন্ন। অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় জেলা পুলিশও প্রস্তুত। কিন্তু শনিবার (৩০ মার্চ) দিবাগত রাতেই কেন্দ্র দখলের চেষ্টায় ককটেল বিস্ফোরণের অভিযোগ। আর তাতে আটকও হয়েছে মোটর সাইকেলসহ দুই জন।
অভিযোগ করা হয়, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নের একটি নির্বাচনী কেন্দ্র দখলের চেষ্টা করেছেন টিউবওয়েল মার্কার ভাইস চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বাবুর সমর্থকরা। শনিবার (৩০ মার্চ) দিবাগত রাত ১টার দিকে ইউনিয়নের বরাব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এসময় দুই যুবককে মোটরসাইকেলসহ আটক করেছে পুলিশ। আটক দুইজন হলেন- উপজেলার কাঁচপুর ইউনিয়নের আমির হোসেনের ছেলে সুমন (২১) ও জামানের ছেলে খোকন (২০)।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্বাচনী কেন্দ্র দখলের চেষ্টার সময় মোটরসাইকেল সহ দুইজনকে আটক করা হয়েছে। তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এক প্রার্থীর পক্ষে কেন্দ্র দখলের চেষ্টা করছিল। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।