মন্ত্রণালয়ের অনুষ্ঠানে না.গঞ্জ কলেজের শিক্ষার্থীদের নৃত্য

প্রেস বিজ্ঞপ্তি: স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে সরকারি সংগীত কলেজের পাশাপশি একমাত্র বেসরকারি কলেজ হিসেবে সংগীত ও নৃত্য পরিবেশনের সুযোগ পেলো নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থীরা। ৩১ মার্চ রবিবার রাতে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটউিটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. দিপু মনি। শিক্ষা মন্ত্রণালয়ের এই অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশণের জন্য সরকারি কলেজ হিসেবে সরকারি সংগীত কলেজ এবং বেসরকারি কলেজ হিসেবে নারায়ণগঞ্জ কলেজকে নির্বাচন করা হয়। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ কলেজের পক্ষে ২০১৮ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে রবীন্দ্র সংগীতে জাতীয় পর্যায়ে প্রথম মনীষা বনিক, দেশাত্ববোধক গানে মাহমুদুর রহমান সিয়াম ও তার দল দলীয় নৃত্য পরিবেশন করে।