স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল জয়ের রেকর্ড গড়ার পর মন্ত্রিসভার বস্ত্র ও পাটমন্ত্রী হিসেবে শপথ নিলেন গোলাম দস্তগীর গাজী ।
সোমবার বিকেলে সাড়ে ৩টা দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গোলাম দস্তগীর গাজীসহ ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান।
এর আগে গত রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম মন্ত্রীদের তালিকায় গোলাম দস্তগীর গাজির প্রকাশ করেন।
আজ বিকেলে গোলাম দস্তগীর গাজীর বাড়িতে পরিবহন পুল থেকে গাড়ি যায়। ওই গাড়িতে চড়ে বঙ্গভবনে যান শপথ নিতে।
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ লাখ ২৭ হাজার ৩‘শ ০৫ ভোটের ব্যবধানে নারায়ণগঞ্জ-১ আসনে তৃতীয় বারের মতো বিজয়ী হয়েছেন গোলাম দস্তগীর গাজী। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির কাজী মনিরুজ্জামান মনির ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৪৩৪ ভোট।