লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিকের নির্দেশনায় রূপগঞ্জে দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে উপজেলার কালনী এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, আওয়ামী লীগ নেতা সৈয়দ মারফত আলী, বিল্লাল হোসেন ও মুকুল পাশা, দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মামুন আকন্দ, সাধারন সম্পাদক আক্তারুজ্জামান, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আমিন রানা, দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারন সম্পাদক জাহাঙ্গীর মোল্লাসহ নেতৃবৃন্দ।
এ সময় কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। পরে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।