মন্ত্রী সভায় না.গঞ্জের মুখ দেখতে অপেক্ষায় জনতা

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ : আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনাকে ৫টি আসন উপহার দেয়া নারায়ণগঞ্জের মানুষ এবার মন্ত্রী চায়। সদ্য নির্বাচিত ৫ সাংসদের মধ্যে অন্তত একজনকে আগামী মন্ত্রী সভায় দেখতে মুখিয়ে আছে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ। এজন্য খোদ দলীয় প্রধান শেখ হাসিনার কাছে আবদার তাদের। দাবী রয়েছে জেলার শীর্ষ নেতাদেরও।

নারায়ণগঞ্জের সাধারণ মানুষ বলছেন, বারবার তারা জাতির পিতার কন্যাকে সম্মান করে ভোট দিয়ে তারই মানোনিত প্রার্থীকে বিজয়ী করেন। সদ্যসমাপ্ত সংসদ নির্বাচনেও নৌকার প্রতীকে ৩ জন এবং মহাজোট মনোনিত দুই প্রার্থীকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেন। তাই এবার নারায়ণগঞ্জের উন্নয়নে একজনকে হলেও মন্ত্রী হিসেবে দেখতে চায়।

জানা গেছে, আওয়ামীলীগের জন্ম নারায়ণগঞ্জে হওয়া সত্বেও আজ পর্যন্ত নারায়ণগঞ্জে কোন মন্ত্রীত্ব দেয়নি আওয়ামীলীগ। জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ তে নারায়ণগঞ্জের ৫টি আসনে যারা জয়লাভ করেছেন, তাদের মধ্যে থেকে মন্ত্রিত্ব দেওয়া হোক। নারায়ণগঞ্জ মহানগর ও জেলা আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা এই সম্পর্কে তাদের মতামত লাইভ নারায়ণগঞ্জের নিকট তুলেও ধরেছেন।

স্বাধীনতার ৪৭ বছর পরেও আওয়ামীলীগ মন্ত্রীত্ব হতে বঞ্চিত। অবশ্য নারায়ণগঞ্জবাসী বিএনপির তিন জন নেতাকে মন্ত্রী হিসেবে দেখার সৌভাগ্য পেয়েছেন। কিন্তু এখনো আওয়ামীলীগের কাউকে মন্ত্রী হিসেবে দেখার সুজোগ নারায়ণগঞ্জবাসীর হয়নি।

এই সম্পর্কে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই বলেন, আমরা পূর্বেও এই দাবীটি অনেকবার জানিয়েছি। এইটা আমারে আকাঙ্খা এবং স্বপ্ন। আওয়ামীলীগ বা মহাজোট হতে নারায়ণগঞ্জে মন্ত্রীত্ব পাওয়া। এইবারও আমরা প্রধান মন্ত্রীর কাছে এই দাবীটা করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আনুষ্ঠানিক ভাবে করবো কিনা তা এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নি। তবে আমরা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিবো। নারায়ণগঞ্জে বর্তমানে যে ৫ জন সাংসদ জয়লাভ করেছেন । প্রত্যেকেই অত্যান্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে সক্ষম। আমি তাদের ৫ জনকেই যোগ্য মনে করি।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, নারায়ণগঞ্জে আওয়ামীলীগের জন্ম হয়েছে। বিএনপির ৩ জন নারায়ণগঞ্জে মন্ত্রীত্ব পেয়েছিলেন, অথচ স্বাধীনতার ৪৭ বছর পরেও আমরা মন্ত্রীত্ব পাইনি। আমি মনে করি আমাদের যে ৫ জন সাংসদ এইবারের নির্বাচনে জয়লাভ করেছেন। তারা প্রত্যেকেই মন্ত্রীত্ব পাওয়ার যোগ্য। তাই আমাদের এই ৫ সাংসদকেই মন্ত্রিত্ব দেওয়া হোক।

অপরদিকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবি রাখতে চাই, নারায়ণগঞ্জবাসীকে অন্তত একজন মন্ত্রীত্ব উপহার দেওয়া হোক। নারায়ণগঞ্জে এইবারের সাংসদ নির্বাচনে জয়লাভ করেছেন আওয়ামীলীগ ও মহাজোটের ৫ আসনে ৫ জন সাংসদ। আমরা মনে করি এই ৫ জনিই মন্ত্রীত্ব পাওয়ার যোগ্য। তাই আমি তাদের মধ্যে অন্তত একজনকে মন্ত্রীত্ব দেওয়া উচিৎ বলে মনে করি।

এদিকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল বলেন, নারায়ণগঞ্জবাসীর এইটা দীর্ঘ দিনের আকাঙ্খা আওয়ামীলীগ বা মহাজোট হতে একজন মন্ত্রীত্ব পাবে। একবার শামীম ভাইকে মন্ত্রীত্ব অফার করেছিল আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শামীম ভাই দায়িত্ব নিতে চায় নাই। তবে এইবার নারায়ণগঞ্জ আওয়ামীলীগ এবং নারায়ণগঞ্জবাসীর জোর দাবি আমাদেরকে অন্তত দুই জনমন্ত্রী দেওয়া হোক। পারলে আমাদের নারায়ণগঞ্জের ৫ সাংসদকেই মন্ত্রীত্ব দেওয়া হোক, কারণ তারা ৫ জনেই মন্ত্রীত্ব পাওয়ার যথেষ্ট যোগ্য।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন বৃহস্পতিবার। তারপরেই গঠিত হবে নতুন সরকারের মন্ত্রিপরিষদ। আগামী রোববারই শপথ গ্রহণ করতে পারেন নতুন সরকারের মন্ত্রিপরিষদ সদস্যরা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments