মহানগর পূজা পরিষদে মত বিনিময় সভা অনুষ্ঠিত

আজ ৬ই মার্চ বুধবার, বিকাল- ৬.০০ ঘটিকায় গলাচিপা রাম কানাই মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার ও কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রতন দত্ত। মহানগর পূজা কমিটির সভাপতি শ্রী দিপক কুমার সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টর এর সম্মানিত ট্রাষ্টি শ্রী পরিতোষ কান্তি সাহা, নারায়ণগঞ্জ মহানগর পূজা কমিটির প্রধান উপদেষ্টা শ্রী বাসুদেব চক্রবর্তী, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, মহানগর হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ এর সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক নিমাই দে, জেলা পূজা কমিটির সহ-সভাপতি ননী গোপাল সাহা, মহানগর পূজা কমিটির সহ-সভাপতি অরুন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক উত্তম সাহা, কোষাধ্যক্ষ সুশীল দাস, জেলা পূজা কমিটির সমাজ কল্যাণ সম্পাদক সহদেব দাস শিশির। আড়াইহাজার উপজেলার হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ এর সভাপতি সাংবাদিক হারাধন চন্দ্র দে, সোনারগাঁ উপজেলা পূজা কমিটির সভাপতি লোকনাথ দত্ত, সাধারণ সম্পাদক প্রদীপ ভৌমিক, সিদ্ধিরগঞ্জ থানা পূজা কমিটির আহ্বায়ক শিশির ঘোষ অমর, রূপগঞ্জ উপজেলা পূজা কমিটির সভাপতি গনেশ পাল, বন্দর পূজা কমিটির সভাপতি শংকর দাস, সাধারণ সম্পাদক শ্যামল বিশ^াস, সাংগঠনিক সম্পাদক- রিপন দাস, রূপগঞ্জ উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল শর্মা, অনুকূল সৎসঙ্গ আশ্রমের সভাপতি শিশির কর। জেলা পূজা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন ভাওয়াল, সিদ্ধিরগঞ্জ উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ এর সভাপতি কালিপদ মল্লিক আরও উপস্থিত ছিলেন হিমাদ্রী সাহা হিমু, কৃষ্ণা আচার্য্য, তপন গোপ, রামপ্রসাদ আচার্য্য, অরুন দেবনাথ, উত্তম কুমার সাহা, তপন ঘোষ, বিষ্ণুপদ সাহা, দিপক ভৌমিক, রিপন ঘোষ। সভার শুরুতে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এ,কে,এম সেলিম ওসমান ও হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ এর নারায়ণগঞ্জ জেলার সভাপতি গোপীনাথ দাস সহ সকলের রোগমুক্তি কামনায় প্রার্থনা ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সভায় বিভিন্ন উপজেলার হিন্দু নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ জেলা কমিটি বিলুপ্তির দাবী জানান, অন্যথায় আগামীতে কেন্দ্রীয় সম্মেলনে নারায়ণগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ যোগদান করবেনা বলে জানান। উপজেলার নেতৃবৃন্দরা বলেন, জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক হিন্দু জনগোষ্টীর কোন কাজে সম্পৃক্ত নয় তারা শুধু বিশেষ জায়গায় ফুল দিয়ে আতœতৃপ্তি লাভ করেন। তারা কোন জাতীয় দিবসে দেশের শ্রেষ্ঠ সন্তানদের জন্য সম্মান প্রদর্শন করেন না। এমনকি নারায়ণগঞ্জ জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোপীনাথ দাসের অসুস্থ্যতার জন্যও প্রার্থনা সভা করতে পারে নাই। মহানগর পূজা কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেন নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দকে কেন্দ্রীয় কমিটির সম্মেলনে যোগদানের আহ্বান জানান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments