মহাসড়কে র‌্যাবের গাড়িতে ডাকাতির চেষ্টা, আটক ৮

লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ যুবককে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাবি আটককৃতরা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। শুক্রবার (১৭ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১১ স্কোয়াড্রন লীডার (উপ-পরিচালক) এ কে এম মুনিরুল আলম।

এর আগে, বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে মুন্সীগঞ্জ গজারিয়ার চর বাউসিয়া এলাকা থেকে ডাকাত চক্রের দলনেতাসহ আটজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১ টি রামদা, ৩ টি চাইনিজ কুড়াল, ১টি স্টালের তৈরি চাপাতি, ১ টি বড় ছোরা, ১ টি হাতুড়ি এবং ১ টি শাবল উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলো, মুন্সীগঞ্জ গজারিয়ার ভবের চর এলাকার মৃত আ. রহমানের ছেলে মো. সুজন (২০), চরবাউসিয়া বরকান্দি এলাকার মো. নানু মিয়ার ছেলে মো. রাসেল (২৭), চাঁদপুর উত্তর মতলবের মুক্তির কাদি এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মো. আলাউদ্দিন (১৯), কুমিল্লা ফারিয়ার গংগানগর এলাকার মো. এনামুল হকের ছেলে মো. বাদশা হোসেন দিপু (২৩), মুন্সীগঞ্জ নতুন বরচর  এলাকার মো. জামাল হোসেনের ছেলে মো. সাব্বির (১৯), সোনারগাঁও কাইকারটেক এলাকার মো. মনোয়ার হোসেনের ছেলে হাবিবুর রহমান (১৯), কুমিল্লা হোমনার নীলখি লালবাঘ এলাকার মৃত শাহজাহানের ছেলে মো. মিন্টু (২৩) ও মুন্সীগঞ্জ গজারিয়ার পুরান বাউসিয়া টেকপাড়া এলাকার মো. সেলিমের ছেলে মো. সিয়াম (১৯)।

র‌্যাব-১১ স্কোয়াড্রন লীডার (উপ-পরিচালক) এ কে এম মুনিরুল আলম এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আটককৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্র এবং তাদের দলের সদস্য সংখ্যা ১২-১৫ জন। আটককৃত ডাকাত সর্দার মো. সুজন ও তার সহযোগী দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, প্রাইভেটকারের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নগন টাকা ও মুল্যবান জিনিসপত্র ডাকাতি করে আসছিল। গত দুই বছরে তারা এই মহাসড়কে প্রায় ৫০টির অধিক ডাকাতি করেছে বলে স্বীকারোক্তি প্রদান করে।

তিনি আরও জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জ গজারিয়ার চর বাউসিয়া এলাকায় র‌্যাবের সাদা পোষাকে থাকা একটি গাড়ি  ঢাকা মুখি নির্জন অন্ধকার জায়গায় যানযটে পড়ে। এ সময় ১০/১২ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে র‌্যাবের গাড়ীটিকে ঘেরাও করে। পরে র‍্যাব সদস্যদের গাড়ী  বুঝতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।  তাৎক্ষণিক তাদের হাতেনাতে তাদের আটক করতে সক্ষম হয় র‌্যাব।