স্টাফ করেসপন্ডেন্ট,লাইভ নারায়ণগঞ্জ: বাঙালির ইতিহাসে ঐতিহ্যবাহী ইতিহাসময় একটি মাস। এ মাসে আমরা পেয়েছি সেই ৭ ই মার্চের ভাষণ। ১৭ মার্চ পেয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ২৬ শে মার্চ পেয়েছি আমাদের মহান স্বাধীনতা দিবস। এ ছাড়াও আমাদের সেই রক্তময়ি ২৫ মার্চ কালো রাত্রি পেয়েছি এই মার্চ মাসে। সব শেষে সুখ-দুখ মিলিয়ে এই মাস।
শনিবার (৩০ মার্চ ) দুপুরে সরকারি মহিলা কলেজ মাঠে নবীণ বরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বেদৌরা বিনতে হাবিব এ কথা বলেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসেনর সাংসদ সেলিম ওসমান। সরকারি মহিলা কলেজের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর বেদৌরা বিনতে হাবিব।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিয়ালের সভাপতি খালেদ হায়দার খান কাজল, সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বেলা রানী সিংহ, নারায়ণগঞ্জ কলেজ অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা, সরকারি মহিলা ও তোলারাম কলেজের সাবেক অধ্যক্ষ ড. শিরিন বেগম, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ দবিউর রহমান এছাড়াও সকল শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা।
বেদৌরা বিনতে হাবিব বলেন, আমি শ্রদ্ধার সাথে ভাষা শহীদদের এবং বীর মুক্তিযোদ্ধা স্মরণ করছি। সেই সাথে জাতীয় চার নেতাকে শ্রদ্ধার জানাই। আমরা হাঁটি হাঁটি পা করে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি। দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ফলাফলের দিক থেকে সরকারি মহিলা কলেজ জেলার শ্রেষ্ঠ অর্জন করেছে। আমাদের এই ধারা অব্যাহত থাকবে। আমাদের কলেজের সন্তানরা সারা বিশ্বে আলোকিত করবে।