স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করতে জেলায় প্রশাসনিকভাবে সর্বপ্রকার নিরাপত্তার ব্যবস্থা গৃহীত হবে- বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া।
বুধবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভায় এ কথা জানান তিনি।
সভায় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব জসিম উদ্দীন হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব রেজাউল বারী, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জনাব আব্দুল আল আরেফিন, নিরাপত্তা আইন-শৃঙ্খলা বাহিনী সরকারী কর্মকর্তা কর্মচারীসহ আরো অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী।
জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, সরকারী সকল কর্মকর্তাদের নিকট আমার অনুরোধ আপনারা সবাই ২১শে ফেব্রুয়ারিতে অংশগ্রহণ করবেন। প্রতিটি স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা নিরাপত্তার সাথে সুশৃঙ্খলভাবে প্রভাতফেরীতে অংশগ্রহণ করতে পারে। বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের হাতের লেখা সুন্দর, চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। ২১ শে ফেব্রুয়ারিতে নগরীর ডি.আই.টি মাঠ, কেন্দ্রীয় শহীদ মিনার, নগর ভবনে ভ্রাম্যমাণ চলচ্চিত্রের আয়োজন করা হবে।
এছাড়া তিনি আরো বলেন, নারায়নগঞ্জ রাইফেল ক্লাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। উৎসবমুখর পরিবেশে জেলায় সকাল থেকে রাত পর্যন্ত নিরাপত্তায় পুলিশ নিয়োজিত থাকবে। সেই সাথে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসও কাজ করবে।
প্রস্তুতিমূলক আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসিম উদ্দীন হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল বারী, উপ-সহকারী পরিচালক নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস জনাব আব্দুল আল আরেফিন।