মাদ্রাসার সহ.অধ্যাপক ও পরিবারের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

রূপগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জঃ রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধেকে কেন্দ্র করে মাওলানা সামসুল হক ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

মঙ্গলবার(৫ মার্চ) সকাল ১১ টার সময়  উপজেলার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের কালাদী এলাকায় এ বিক্ষোভ, মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন, কালাদী সাহাজদ্দিন ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আবু কাশেম, অধ্যাপক নুরুল আলম, কাজী রোকন উদ্দিন, সেলিম মিয়া, ছাত্রলীগ নেতা আইবুর রহমান খোকা, আহামুদ্দুল্লা কামালী প্রমুখ।
মাওলানা সামসুল হক কালাদী সাহাজদ্দিন ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
বক্তারা অবিলম্বে এই ন্যাক্কার জনক ঘটনা ও মাওলানা সামসুল হক ও তার পরিবারের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অন্যথায় ঢাকা সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে বাইপাস সড়ক অবরোধসহ বিভিন্ন আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments