লাইভ নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ‘বর্তমান সরকার মাদ্রাসায় ইসলামি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা, জ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে সম্পৃক্ত করেছে। সাধারণ শিক্ষার অনুরূপ মাদ্রাসা শিক্ষায় বিজ্ঞান ও কম্পিউটার শাখা চালু করা হয়েছে। মাদ্রাসা শিক্ষায় বিদ্যমান সমস্যার সমাধান ও আধুনিকায়নে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে।’
বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিনা এলাকায় মাঝিনা মৌজার আহমাদিয়া ইসলামীয়া ফাজিল মাদ্রাসায় তিনি এসব কথা বলেন। মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু এদেশে ইসলামী ফাউন্ডেশন গঠনের মাধ্যমে ইসলামের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন, তার সুযোগ্য মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ধারাবাহিকতায় এ দেশে ইসলামের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। এর সুফল ইতোমধ্যে মাদ্রাসা শিক্ষকরা পেতে শুরু করেছেন। মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও আধুনিকায়নে আওয়ামীলীগ সরকারের ভূমিকা অনস্বীকার্য। তাই আলেমগণকে দেশের চলমান উন্নয়নের জোয়ারে আরও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণ সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার প্রয়াসে সর্বদা সচেষ্ট। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুত, কৃষি এবং অন্যান্য সেক্টরে উন্নয়নের হাওয়া বইতে শুরু করেছে। বিশেষ করে শিক্ষা খাতে অভূতপূর্ব উন্নতি সাধন করেছে বর্তমান সরকার। এ সবই শেখ হাসিনার সরকারের অবদান। মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার যুগোপযোগী সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধন করেছে।’
সবশেষে তিনি বলেন, ‘২০৪১ সাল নাগাদ বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে। কেউ এই অগ্রগতিকে রুখতে পারবে না। অবশ্যই একটি উন্নত দেশ হিসেবে গড়ে ওঠার আমাদের স্বপ্ন সফল হবে এবং কেউই এই উন্নয়নের ধারাবাহিকতাকে রুখতে পারবে না। নতুন প্রজন্ম আমাদের এই কাজের সুফল ভোগ করবে।’
কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু ফয়েজ মোহাম্মদ আসলাম, আওয়ামীলীগ নেতা শ্রী রবি রায়, মাঝিনা মৌজার আহমাদিয়া ইসলামীয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সদস্য মহিবুর রহমান ভুঁইয়া, গভর্নিং বডির সদস্য নাসির উদ্দিন আহমেদ ও অধ্যক্ষ অাব্দুল মজিদ মোল্লা, যুবলীগ নেতা নাজমুল আলম নাহিদ,কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আলতাফ হোসেন ও ওমর ফারুক, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি আলাউদ্দিন, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেনসহ অনেকে।