মানুষ এখন যাচাই-বাচাই করে ভালো জিনিস খায় অতি. জেলা প্রশাসক

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ‘আধুনিক যুগে বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। তারা এখন অনেক কিছুই যাচাই-বাচাই করে ভালো জিনিস খায়। এখন মানুষ বাজার হতে খোলা লবণ ক্রয় করে না। কারণ তারা জানে, খোলা লবণ বিষাক্ত হতে পারে। সচেতনতা বৃদ্ধির জন্যই অনেক সমস্যার সমাধান হয়েছে ’
সোমবার (১১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে এমনাটাই বলেছেন অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ মাসুম বিল্লাহ। ঐদিন সকাল ১১টায় নারায়ণগঞ্জ মিল মালিক গ্রুপ সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ মাসুম বিল্লাহ।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ মিল মালিক গ্রুপ সমিতির সকল কার্যক্রম আইনি জটিলতার কারণে র্দীঘদিন ধরে বন্ধ ছিল। এই সমিতির কার্যক্রম পুনরায় সচল করার জন্য হাইকোটের নির্দেশে এসেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর কাছে। জেলা প্রশাসক সেই দায়িত্ব আমাকে দিয়েছে। মিল মালিক সমিতি সচল করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তাই আজকের মতবিনিময় সভায় লবণ মিল মালিক গ্রুপ সমিতির সকল সদস্যদের নিয়ে ঐক্যবদ্ধ করে আগামী সাধারন সভায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে একটি সুন্দর ও সুষ্ঠ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মিল মালিক গ্রুপ সমিতির সভাপতি ও পূবালী সল্ট ইন্ড.র মালিক পরিতোষ কান্তি সাহা, সাধারণ সম্পাদক ও জে.এন ব্রাদাস’র মালিক শফিকুল ইসলাম বাবুল, মেসার্স গরিবে নেওয়াজ সল্ট ইন্ড. এর মালিক কামাল হোসেন, আমা সল্ট ইন্ড এর মালিক বিশ্বনাথ সাহা, মেসার্স উত্তরা লবণ কারখানার মালিক দুলাল সাহা, আলী সল্ট ইন্ডঃ’র মালিক মো. হুমায়ুন কবির, মেসার্স সাল সামিন ইন্ড. এর মালিক মো. ইউনুছ রনি, মেসার্স সপ্তডঙ্গা ইন্ড. এর মালিক মোহন সাহা, সুপার সল্ট ইন্ড. এর মালিক মো. মমিনুর রশীদ ও বিপুল কান্তি সাহাসহ মোট ২০টি কোম্পানির মালিক সভায় উপস্থিত হয়ে আগমী সাধারণ সভায় নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে ঐক্যমত পোষণ করেন।