মার্চ মাসে না.গঞ্জে আসছেন প্রধানমন্ত্রী

লাইভ নারায়ণগঞ্জ: আগামী মার্চ মাসের যে কোন সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসতে পারেন নারায়ণগঞ্জ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয় বার প্রধানমন্ত্রী হবার পর প্রথমবার নারায়ণগঞ্জ আসার সম্ভাবনা প্রধানমন্ত্রীর।

শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মান কাজের অগ্রগতি পরিদর্শন শেষে, এমনটা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

২০১৬ সালের ৫ জানুয়ারি থেকে কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মাণকাজ শুরু হয়। সেতুটির পশ্চিম পাশের অবস্থান সিদ্ধিরগঞ্জের এনসিসি ৪ নম্বর ওয়ার্ড এবং পূর্বপাশের সোনারগাঁ থানার কাঁচপুর ইউনিয়ন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শীতলক্ষ্যা নদীর ওপর ৫টি পিলারের ওপর নির্মিত নতুন এই সেতুটি স্টিলের গার্ডারের ওপর কংক্রিটের ঢালাইয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে। ১০০ বছরের স্থায়িত্বকাল নির্ধারণ করে সেতুটির নির্মাণকাজ করেন জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান ওবায়শি করপোরেশন, শিমিজু করপোরেশন, জেএফআই ও আইএইচআই। এক হাজার ২১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর মোট ব্যয়ের ৭৫ ভাগ অর্থ দিয়েছে জাপানি সাহায্য সংস্থ্যা জাইকা এবং ২৫ ভাগ বাংলাদেশ সরকারের। ৪ লেনের নতুন এই সেতুর দৈর্ঘ্য ৩ শ’ ৯৭ দশমিক ৫ মিটার আর প্রস্থ ১৮ দশমিক ৩ মিটার।

মন্ত্রী জানান, কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মান কাজ প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে। আগামী মার্চ মাসের যে কোন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঁচপুর সেতুর উদ্বোধন করবেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments