লাইভ নারায়ণগঞ্জ: প্লেট ও কাপ শিরোপা নির্ধারণের মধ্য দিয়ে মাষ্টার্স ক্রিকেট অব নারায়ণগঞ্জ সিজন-৪ এর পর্দা নেমেছে। শনিবার (১৮ মার্চ) সকালে শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে প্লেট পর্বের ফাইনালে নারায়ণগঞ্জ ওয়ারিয়র্স হারিয়েছে সোনারগাঁ চ্যালেঞ্জারসকে।
বিকালে কাপ পর্বের উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রাইম জিনস ব্লাষ্টার্স হারিয়েছে শীতলক্ষ্যা ভাইকিংসকে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম(বার)।
মাষ্টার্স ক্রিকেট অব নারায়ণগঞ্জ এর প্রেসিডেন্ট ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক তানভীর আহমেদ টিটুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১নং প্যানেল মেয়র আ. করিম বাবু। আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন মোল্লা, জাহাঙ্গীর আলম, ডা. রাকিবুল ইসলাম শ্যামল, প্রতিযোগিতা স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।
টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হয়েছেন এমডিটিপি’র সুমন ভুইয়া(২৭৬ রান) সেরা বোলার শীতলক্ষ্যা ভাইকিংস’র শহিদ রহমান(১২ উইকেট)।