লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার একটি মেচে এঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম অভিনয় বৈদ্ধ। সে বরিশালের বাকেরগঞ্জ থানার কলসকাঠি গ্রামের অভিনাস বৈদ্ধের ছেলে।
রুমের অন্যা্ন্য সদস্যরা জানান, গত ৩ দিন আগে অভিনয় বৈদ্ধ এ মেচে এসেছে। গ্রামের বাড়িতে থাকা মা-বাবার সাথে ফোনে কথা বলতে মেচের দু’তলায় ছাদে থাকা ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়।
মেচের মালিক মীনা মিয়া জানান, ছাদে যাতে কেউ না যেতে পারে, সেজন্য ছোট একটি দেয়ালও সিড়ির দরজায় লাগিয়ে দেয়া হয়। ওই ছেলেটা অসাবধানতা বসত ছাদে উঠে এ দুর্ঘটনায় পড়ে মৃত্যু হয়।