স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারের গৃহবধু মুক্তাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী কবিরকে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বুধবার (৩ জানুয়ারী) সকালে কবির ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠালে শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মিল্টন হোসেন। এর আগে আসামীর পক্ষের অ্যাড. মামুন মাহমুদ মিয়া ও আওলাদ হোসেন আদালতের নিকট রিমান্ড না মঞ্জুরের দাবি করেন।
রিমান্ড প্রাপ্ত আসামী হলো দুপ্তারা (কুমারপাড়া) এলাকার সাইদুর রহমানের ছেলে মো. কবির (৩৫)।
অভিযোগ সূত্রে জানা গেছে, বাদী মো. আব্দুর রব মিয়ার ছোট বোন মুক্তা (২৬) এর সাথে দেড় বছর আগে প্রেম করে বিবাহ করে করিব। বিবাহের পরে মুক্তা জানতে পারে তার স্বামী কবির একাধিক বিবাহ করেছে। মুক্তা পূর্বের বিবাহ কথা জানতে পেরে কবির’র সাথে সংসার করবে না বলে পিত্রালয়ে চলে আসার চেষ্টার করেন। কিন্তু কবির মুক্তাকে জোড়র্পূবক আটকে রাখে এবং আব্দুর রবকে এ বলে হুমকি দেয় যে, যদি বোনকে নেওয়ার চেষ্টা করো তাহলে শ্বাসরোধ করে মেরে ফেলবো। ২১ ডিসেম্বর রাত ১০ টায় পরিকল্পিতভাবে কবিরসহ আরো অজ্ঞাত ২/৩ জনের সহযোগীতায় মুক্তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যাকান্ডটিকে ধামাচাপা দেওয়ার জন্য মুক্তাকে শ্বাসরোধ করে হত্যা করে গলায় ওড়না পেচিয়ে রুমের ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে।
কোর্ট পুলিশের এসআই সাইফুল বলেন, সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচারে স্বার্থে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও অজ্ঞাতনামা আসামীদের চিহিৃত করার লক্ষ্যে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ডে নেওয়া হচ্ছে।