মুক্তিযোদ্ধাদের জন্য দেওয়া খাদ্যসামগ্রী রেশন না বলে সম্মানজনক শব্দ ব্যবহারে ডিসির প্রস্তাব

লাইভ নারায়ণগঞ্জ: মুক্তিযোদ্ধাদের জন্য সরকারি বরাদ্দকৃত খাদ্যসামগ্রীকে রেশন না বলে “ভাতা”র মতো অন্য কোন সম্মানজনক শব্দ ব্যবহারের প্রস্তাব করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া। ৪৮তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সরকারের কাছে এ প্রস্তাব রাখেন।

তিনি জানান, মুক্তিযোদ্ধাগন দেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। তাই তাদের জন্য বরাদ্দকৃত খাদ্যসামগ্রীকে রেশন বললে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়। তাদের সম্মান রক্ষার্থে রেশন শব্দটি পরিবর্তন করে নতুন কোন শ্রুতিমধুর সম্মানজনক শব্দ ব্যবহারের ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে তিনি প্রস্তাব পাঠাবেন বলে জানান।

অতিরিক্ত জেল্ াপ্রশাসক (শক্ষা ও আইসিটি) মাসুম বিল্লাহর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী। অনুষ্ঠানে এগারোশ’ মুক্তিযোদ্ধা এবং শহীদ ও যুদ্ধাহত ৮২ জন মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি মোহাম্মদ আলী বলেন, বিগত ১০ বছরে শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশের আশাতীত উন্নতি হয়েছে। এটা আমাদের মুক্তিযোদ্ধাদের ধারণার বাইরে ছিলো। বঙ্গবন্ধুর কন্যা হিসেবে মুক্তিযোদ্ধারের যেভাবে সহযোগিতা করছেন তার জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, শেখ হাসিনা ২০৪১ সাল পর্যন্ত যাতে ক্ষমতায় থাকে সেই কামনা করি। শেখ হাসিনা ছাড়া এদেশে আমাদের কোন গতি নেই। ভবিষ্যত প্রজন্মকে বলবো তোমরা বারবার শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। বর্তমান জেলা প্রশাসক মুক্তিযোদ্ধাদের সকল কাজে সর্বাত্মক সহযোগিতা করেছেন।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম বলেন, বাঙালি জাতির মতো এতো ত্যাগ পৃথিবীর কোন জাতিকে করতে হয়নি। স্বাধীনতার পটভূমি ২৬ মার্চের অনেক অনেক আগে তৈরি হয়েছিলো। আমাদের দূর্ভাগ্য আমরাই এমন এক জাতি স্বাধীনতার মাত্র সাড়ে ৩বছরের মাথায় আমাদের স্বাধীনতার জনককে স্বপরিবারে হত্যা করেছি। ইতিহাস বিজয়ীদের কথা বলে। ৭৫ সালের পরবর্তীতে স্বাধীনতার মূল ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হয়েছে। যারা আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তারা আজও সক্রিয়। জঙ্গীবাদকে উস্কে দেয়া হয়েছে, আমাদের তরুণদের মাদক তুলে দিচ্ছে তারা। মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে সাথে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন, অপূর্ণ স্বপ্ন বাস্তবায়ন করবো।