মুক্তিযোদ্ধে বঙ্গবন্ধুর কোন অবদান নাই: সাবেক চেয়ারম্যান মুকুল

লাইভ নারায়ণগঞ্জ: ‘আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে, বিরোধী দলের গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি এবয় বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবি আদায়ের, ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে।’

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩ টায় নগরীর চারারগোপ এলাকা থেকে শুরু করে, কালীর বাজার স্বর্ণপট্টি হয়ে বঙ্গবন্ধু সড়ক দিয়ে শায়েস্তা খান সড়কে ওই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন নেতৃবৃন্দরা।

এদিকে, বৃহস্পতিবার বাদ যোহর থেকে মহানগর বিএনপির আওতাধীন বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা দলগত ভাবে নারায়ণগঞ্জ রেলষ্টেশন এলাকায় জড়ো হতে শুরু করে। পরে মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও বন্দর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের নেতৃতে নেতাকর্মীরা লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেন।

এ সময়ে উপস্থিত নেতৃবৃন্দরা ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৪ ফেব্রুয়ারী ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার জন্য শ্লোগানে শ্লোগানে সকলকে আহবান করেন।

লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও বন্দর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল বলেন, আগামী ৪ ফেব্রুয়ারী ঢাকা বিভাগীয় সমাবেশ এদেশের খেটে খাওয়া মানুষের দাবি আদায়ের লক্ষ্যে ঘোষণা করা হয়েছে। আশাকরি আমরা হাজার হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হবো। সেই জন্য প্রয়োজন সকল নেতাকর্মীদের সমর্থন। আপনারা সব সময় গণতন্ত্র উদ্ধার আন্দোলনে যেভাবে রাজপথে ছিলেন। ভবিষ্যত্বেও থাকবেন এই আহবান করছি।

এ সময়ে তিনি সরকারের সমালোচনা করে বলেন, এই দেশে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি ছিলেন মুক্তিযোদ্ধের স্বপক্ষের শক্তি। অথচ এই অবৈধ সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামকে মুছে দিতেই তারা দাবি করছে আওয়ামীলীগ মুক্তিযোদ্ধের স্বপক্ষের শক্তি। তারা যদি মুক্তিযোদ্ধের স্বপক্ষের শক্তি হতো তাহলে ক্ষমতায় থেকেও তারা মুক্তিযোদ্ধ মন্ত্রনালয়, সমক্ষেত্র, বিজয়স্তম্ভ কিছুই করে নাই। যা করেছে তা জিয়াউর রহমান ও খালেদা জিয়া সরকার করেছে।

তিনি আরও বলেন, এই দেশে মুক্তিযোদ্ধে বঙ্গবন্ধুর কোন অবদান নাই, অথচ আওয়ামী লীগের নেতারা বড় বড় কথা বলে। আমার বাড়ী বন্দর নবীগঞ্জে এই এলাকায় যারা আওয়ামীলীগ করতো তারা একজনও মুক্তিযোদ্ধে যায় নাই। তারা নাকি মুক্তিযোদ্ধের সংগঠক এই মিথ্যাচার দিয়ে জনগণকে আর ধোকা দেয়া যাবে না। এই মিথ্যাবাদী সরকারের পতন এদেশের জনগণ করবে। কোন অপশক্তি তাদের পতন ঠেকাতে পারবে না।

মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও বন্দর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের নেতৃত্বে অনুষ্ঠিত এই লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী ইসমাইল হোসেন, মহানগর যুবদলের সাবেক সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর বিএনপির সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর ইসলাম মিঠু, সাবেক যুববিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন শোখন, সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শরীফুল ইসলাম শিপলু, অর্থ বিষয়ক সম্পাদক সুজন মাহমুদ, মহানগর বিএনপি নেতা এ্যাড. বিল্লাল হোসেন, নুরুল হক চৌধুরী দিপু, খোকন সাহা, সেলিম, আবুল কালাম আজাদ, আনোয়ার মাহমুদ বকুল, হাবিব মেম্বার, আল-মামুন, আলম, হাজী জোবায়েদ হোসেন, নেছার উদ্দিন, সামসুউদ্দিন মোল্লা, শহীদ হাসান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ, মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, নারায়ণগঞ্জ মহানগর জিয়া মঞ্চের যুগ্ম-আহবায়ক আর আহম্মেদ মনির সহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ativador office 2019