মূল্য তালিকা প্রদর্শন না করায় ফল বিক্রেতাকে জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার চারারগোপ এলাকায় পাইকারি ফলের বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ।

সোমবার (২৭ মার্চ) বিকালে ফলের বাজার মনিটরিং ও অভিযানের নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। এ সময় বাজার মনিটরিং কর্মকর্তা, ক্যাব প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম সহায়তা করেন।

সেলিমুজ্জামান জানান, বাজার মনিটরিং এর সময় কালিরবাজার চারারগোপে মূল্য তালিকা প্রদর্শন না করায় পাইকারি অল ও খেজুর বিক্রির আড়ৎ বাবু বাণিজ্যলয়কে ভোক্তা অধিকার আইনের ৩৮ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।