মেরিএন্ডারসনে ব্লক রেড, বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৭০

সোমবার (১ এপ্রিল) রাত সাড়ে ৮ টার থে‌কে ১০  পর্যন্ত ফতুল্লায় এক যৌথ অভিযান প‌রিচা‌লিত হ‌য়ে‌ছে। ফতুল্লা থানা পুলিশ ও জেলাগোয়েন্দা (ডিবি) পুলিশ এই অভিযান চালায়।

অভিযানে ১ হাজার ৯‘শ ৪৪ পিস বিদেশী বিয়ার (৮১কার্টুন) এবং ৪০ টি বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। এসময় ৭০জন‌কে আটক করা হয়।

জেলা পুলিশ সুপারের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যনিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদদের নির্দেশেক্রমে ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস চন্দ্র সাহার নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। আটককৃতরা মাদকবিক্রেতা, মাদকসেবী বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সুবাস চন্দ্র সাহা বলেন, পুলিশ সুপার নারায়ণগঞ্জে যোগদানের পর পুরো জেলাতেই মাদকের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করে আসছিলেন। তিনি মাদকেরবিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। এর রেশ ধরে এইঅভিযান চালানো হয়েছে। এমন অভিযান অব্যাহতথাকবে।