মেরিএ্যান্ডারসনে অভিযান: গ্রেপ্তার হলো যে ৬৮ জন

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: উপরের বসে থাকা লোকগুলো কোন সভা বা সেমিনারের অডিয়েন্স নয়, তাদেরকে মাদক সেবন কালে হাতে নাতে গ্রেপ্তার করেছে নারায়ণগগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ৪২ বোতল বিদেশী মদ, ৭৫ বোতল দেশী কেরো মদ, ১ হাজার ৯১শ ২০ ক্যান বিয়ারসহ গ্রেপ্তার করা হয়েছে।

গত সোমবার (১ এপ্রিল) রাতে ফতুল্লার পাগলা এলাকায় অবস্থিত মেরিএ্যান্ডারসন থেকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহার নেতৃত্বে উপস্থিত ছিলেন গোয়েন্দা পুলিশের একাধিক টিম।

উদ্ধার হওয়া মাদক দ্রব্য

গ্রেপ্তারকৃত মাদক সেবিরা হলেন ডিএমপির ওয়ারী থানার মৃত. ছামাদ হোসেনের ছেলে মো. মনির হোসেন (৪৯), বি-বাড়ীয়ার পাড়াতলীর মৃত ফিরোজ মিয়া মেম্বারের ছেলে আবুল কালাম আজাদ (৪৮), কদমতলী থানার জাহী ছাবেদ আলীর ছেলে সোহেল রানা (৩৮), বরগুনার নাপিতখালীর আব্দুল মিনহাজ গাজীর ছেলে সারোয়ার (২৬), নীলফামারীর চান্দাখানা এলাকার শহিদুল ইসলামের ছেলে মনোয়ার (৪০), ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকার মৃত হালিম খানের ছেলে মো. মনির (৩৫), পঞ্জবটি শাসনগাঁও এলঅকার হাজী আমিনুল হক বেপারীর ছেলে জিয়াউর রহমান (৩৫), বরগুনা বামনা থানার আনছার আলীর ছেলে মো. হারিছ (২৫), দক্ষিন কেরানীগঞ্জের দোলেশ্বর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সাব্বির হোসেন, একই এলাকার শওকত আলীর ছেলে মো. সোবহান (২৫), ইউসুফ মিয়ার ছেলে ইকবাল হোসেন (৩৫), ঈশ্বররদীর রূপপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে সজল হোসেন (২৪), বরিশালের মুলাদিয়ার আজিজ শিকদারের ছেলে মো. মহিবুল্লাহ (৩০), ফতুল্লার পূর্ব শিয়ারচর লালখাঁ এলাকার ইবু হোসেনের ছেলে মো. সজল (২৫), একই এলাকার পলাশ আহমেদের ছেলে রাকিব (২৩), মো. রওশন আলী মীরের ছেলে মো. রাফিকুল ইসলাম (২৪), পাগলা শাহী বাজার এলাকার কাজী আব্দুল মান্নানের ছেলে কাজী মোস্তফা (৩০), পাগলার রসুলপুরের আমির হোসেন সরকারের ছেলে জাহিদ হাসান (৩২), পাগলার শাহী মসজি এলাকার আব্দুল আলীম মিয়া হলেন ছেলে মাহাবুব আলী (৩৬), সৈয়দপুর ফকিরবাড়ির মনির হোসেনের ছেলে হাবিবুর রহমান (৩৪), ফতুল্লার ধর্মগঞ্জের মোহাম্মদ আলীর ছেলে রাজু (২৫), কিশোরগঞ্জের করিমগঞ্জ এলাকার আব্দুল বারিক মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪০), চাঁদপুর উত্তর মতলবের জহিরুল ইসলামের ছেলে নজরুল ইসলাম, আলীগঞ্জ এলাকার নাজিন মিয়ার ছেলে ইমরান (৩০), পটুয়াখালীর গলাচিপা এলাকার মিনহাজ শিকদারের ছেলে জসিম শিকদার (৩৫), আলীগঞ্জের আহসান উল্লাহর ছেলে জুম্মন (৩২), মাসদাইর গুদারাঘাটের মৃত আহী আবু সাঈদ মিয়ার ছেলে মাহবুব আলম বাধন (২৮), কালীগঞ্জের খলাপ৪াড়ার মনোরঞ্জন ভক্তর ছেলে শুভ ভক্ত (৩৩), নারায়ণগঞ্জের হাজী সুপার মার্কেটের নারায়ণগঞ্জ চন্দ্র সাহার ছেলে রনি কুমার সাহা (৩৪), দক্ষিন কেরানীগঞ্জের লাট মিয়ার ছেলে সিদ্দিকুর রহমান (২৪), সিদ্ধিরগঞ্জের কদমতলী নয়াপাড়ার আব্দুর সালামের ছেলে মো. হেলাল (২৫), কুমিল্লার হোমনা থানার রফেজ মিয়ার ছেলে জহির (৩৪), বন্দরের বাবুপাড়া এলাকার তাইজুদ্দিনের ছেলে জুয়েল রানা (৩৮), ফতুল্লার মাসদাইর এলাকার আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে কাউছার আহম্মেদ (৩৫), আদমজী নাভানা সিটির নুর ইসলামের ছেলে নুর মোহাম্মদ (২৬), পাগলা শাহী মহল্লার ইউনুস মিয়ার ছেলে শাহাদাৎ (২৮), ফতুল্লার আজমেরীবাগের রশিদ তালুকদারের ছেলে শাহাদাৎ (২৮), গোগনগরের আবুল হাসেমের ছেলে মাসুম (২৮), সৈয়দপুরের নজরুল ইসলামের ছেলে শাহ আলম, বন্দর মধ্যপাড়ার সুধাংশু চন্দ্র দে এর ছেলে সুশান্ত চন্দ্র দে (৩৫), চাঁদপুর উত্তর মতলব এলাকার সাগর মুন্সির ছেলে ইসরাফিল (১৮), ধর্মগঞ্জের হাজী গিয়াসউদ্দিন মিয়ার ছেলে রুবেল (৩২) ও নেত্রকোনার কেন্দুয়ার হাছেন আলীর ছেলে শেখ তোফাজ্জল হোসেন (৩৯)।

মাদক দ্রব্যর সাথে আটক হওয়া আসামীরা

এছাড়া গ্রেপ্তারকৃত মেরিএ্যান্ডারসন’র স্টাফরা হলেন ঝালকাঠি জেলার মৃত শামসুদ্দিন হাওলাদারের ছেলে মো. হান্নান হাওলাদার (৩১), নড়াইল লোহাগড়ার মৃত আব্দুর রশিদ খাঁনের ছেলে মো. রেজাউল করিম (৫০), মন্সিগঞ্জের উত্তর সিপাহীপাড়ার মৃত আব্দুল কাদির মিয়ার ছেলে মুনসুর আহম্মেদ (৩৫), ভোলার সাচিয়া গ্রামের তাজুল ইসলামের ছেলে মো. কবির (৩৩), বরিশাল বাকেরগঞ্জের দুর্গাপুর এলাকার নাসির উদ্দিন মোল্লার ছেলে মামুন (৪৭), পিরোজপুর ভাটিভাঙ্গা থানার হালিম হাওলাদারের ছেলে কাউসার আহম্মেদ (১৯), লক্ষীপুর রামগঞ্জের উত্তর গ্রামের মৃত. এমদাদ উল্লাহর ছেলে আব্দুর রাজ্জাক (৩৮), নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর এলাকার নুরুল আফছার মিয়ার ছেলে মো. হারুন (২১), বরিশালের বটতলার মৃত সৈয়দ আব্দুর লতিফের ছেলে ফিরোজ মোস্তফিজ (৪৭), বরিশালের হিজলা এলাকার সেকান্দর সরদারের ছেলে মোক্তার হোসেন (২৬), বরিশালের উজিরপুরের এনায়েত করিমের ছেলে মিঠু (২৪), ভোলার রুহিতা গ্রামের আবুল কালামের ছেলে আমজাদ (২০), নোয়াখালীর কোম্পানীগঞ্জের নুরুল আফছারের ছেলে শুভ (১৮), রাঙ্গামাটির মোদিকাছড়ি গ্রামের থোইসেউ মারমার ছেলে উথোইচিং মারমা (২২), চাঁদপুর ফরিদগঞ্জের শফিকুর রহমানের ছেলে জিয়াউর রহমান, ভোলার মৌটুপি এলাকার মৃত. ফিরোজ মিয়ার ছেলে মো. সুমন (২৭), নড়াইল লোহাগড়ার ফরহাদ শেখের ছেলে শেখ নয়ন (২২), ফরিদপুর শালথার মৃত. মঙ্গল শরীফের ছেণে হাসিবুল (৪০), খুলনার নিরালার শেখ সুলতান আহমেদের ছেলে শেখ জনি (২৮), নাটোর বড়াইগ্রামের বার্নাট রোজারিও এর ছেলে হিমেল রোজারিও (২০), চাঁদপুর মতলবের আব্দুল মালেক মিয়ার ছেলে শাকিল হোসেন (২৩), ডিএমপির উত্তরখাঁন এলাকার জাভেদ হোসেনের ছেলে সাইফুল ইসলাম রকি (২৯), বরিশাল হিজলা এলাকার ইব্রাহিম বরকান্দাজের ছেলে সবুজ (২২), পাবনার চাটমোহন এলাকার মৃত. ফ্রান্সিস বস্তার ছেলে পংকজ (২০), শরিয়তপুর ডামুড়ার ঠ্গোরবাড়ী এলাকার আলী আশরাফ মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৪০)।