মেরিএ্যান্ডারসনে মাদক উদ্ধার, ২৮ আসামী ফের কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: মেরিএ্যান্ডারসন থেকে গ্রেপ্তার হওয়া ৬৮ জনের মধ্যে ২৮ জনকে ফের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার (২ এপ্রিল) দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে রিমান্ড চেয়ে উঠানো হলে এ নির্দেশদেন। এর আগে তাদের জামিন না মঞ্জুরও করা হয়।

নারায়ণগঞ্জ আদালতের ইন্সপেক্টর হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত কর বলেন, দুই পক্ষের আইনজীবীসহ রাষ্ট্রপক্ষ নানাভাবে আদালতে যুক্তি উত্থাপনের পর বিজ্ঞ বিচারক ২৮ জনকে কারাগারে পাঠায় ।

এর আগে গত সোমবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহার নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও ফতুল্লা মডেল থানার পুলিশ মেরি অ্যান্ডারসন জাহাজে অভিযান চালায়। এ সময় মদ বিক্রেতাসহ ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৮১ কার্টন বিদেশি বিয়ার, ৪ কার্টন বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা হয়েছে মাদক বিক্রির ৪৮ হাজার টাকা।

এই ঘটনায় মঙ্গলবার জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রকাশ চন্দ্র সরকার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

মামলার এজাহার ও সংবাদ সম্মেলনে বলা হয়, আসামিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, বারের মালিক সঞ্জয় রায় জনৈক তানভীর আহাম্মদ টিটুর সহযোগিতায় নারায়ণগঞ্জ ক্লাবসহ দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য সংগ্রহ করে জাহাজে রেখে মাদক ব্যবসা করে আসছেন। এতে উঠতি বয়সের যুবসমাজ ধ্বংসের মুখে ধাবিত হচ্ছে।

প্রসঙ্গত, তানভীর আহাম্মেদ টিটু নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ শামীম ওসমানের শ্যালক।