লাইভ নারায়ণগঞ্জ: মেরী এন্ডারসন ২য় বিভাগ ক্রিকেট লীগে একই একাডেমীর দু’টি দল এম.এম.এস ক্রিকেট একাডেমী ও ক্রিয়েটিভ স্পোর্টিং ক্লাব নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে। মঙ্গরবার (৫ মার্চ) সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে হিসেবি এ ম্যাচে ৮ উইকেটে জয় পেয়েছে ক্রিয়েটিভ স্পোর্টিং ক্লাব।
ভোরের বৃস্টি মাঠ খেলা উপযোগি করতে সময় লাগে। ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ৩০ ওভারে। নিজেদের শেষ ম্যাচে তারা এম.এম.এসকে হারিয়েছে ৮ উইকেটে। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এদিনের খেলায় সকালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে এম.এম.এস ক্রিকেট একাডেমী ২৫.৩ ওভারেই ১০৬ রানে সবাই আউট। দলের ৫ জন ব্যাটসম্যান রান আউটের খড়গে পড়েছেন। ৫ রানে প্রথম উইকেট পড়ে। দ্বিতীয় উইকেট জুটিতে তানজিম ও সাব্বির করেন ৬৫ রান। এ জুটি ভাঙ্গার পর আর মেরুদন্ড সোজা করে দাঁড়াতে পারেনি এম.এম.এস। তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে তারা।
সাব্বির ৫ বাউন্ডারিতে ২৪ রান করেন। তানজিম ২ ছক্কা আর ১ বাউন্ডারিতে ২৩ রানের পর রায়হান আউট হন ১৫ রানে। ক্রিয়েটিভের সিয়াম মিয়া ১০ রানে ৩টি এবং শাহজাহান মিয়া ৮ রানে তুলে নেন ২টি উইকেট। ১০৭ রানের সহজ টার্গেটে ব্যাট করতে মাঠে নামে ক্রিয়েটিভ। তাদের ইনিংসের প্রথম বলে বাউন্ডারির পর নামে বৃষ্টি। আম্পায়ারদ্বয় ফিরে আসেন প্যাভিলিয়নে। ১০ মিনিট পর আবার খেলা শুরু হয়। অধিনায়ক শাহজাহান মিয়া ২ ছক্কা আর ৮ বাউন্ডারিতে অপরাজিত থাকেন ৬২ রানে। নূর আলম আউট হন ৫ রানে। রাশেদুজ্জামান ১ ছক্কা আর ৪ বাউন্ডারিতে আউট হন ২৪ রানে। সিয়াম মিয়া ১৭ রান করেন ২ বাউন্ডারিতে।
এম.এম.এস’র শাওন ও রান খান ১টি করে উইকেট পান। ৬ দলের লীগের পর্দা নামলো এ খেলা শেষে। লীগে নাসিম ওসমান মেমোরিয়াল ক্রিকেট একাডেমী ৮ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়ে আগামী মৌসুমে প্রথম বিভাগে খেলবে। কেসি এ্যাপারেলস্ ক্রিকেট ক্লাব ৬ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়েছে। বাকি ৪ দলের পয়েন্ট সমান হওয়ায় নীট রান রেটের ভিত্তিতে রেলিগেশনসহ অন্যান্য অবস্থান নির্ণয় করা হবে। আগামী ১০ মার্চ থেকে একই মাঠে গড়াবে প্রথম বিভাগ ক্রিকেট লীগ।
সংক্ষিপ্ত স্কোর: এম.এম.এস ক্রিকেট একাডেমী (২৫.৩ ওভার ১০৬/১০) সাব্বির-২৪,তানজিম-২৩,রায়হান-১৫। অতিরিক্ত-২৪। সিয়াম মিয়া-৩/১০,শাহজাহান মিয়া-২/৮।
কেসি এ্যাপারেলস্ ক্রিকেট ক্লাব (১৫.৪ ওভার ১১১/২) শাহাজাহান-৬২*,রাশেদুজ্জামান-২৪,সিয়াম-১৭*। অতিরিক্ত-০৭। রানা খান-১/৩৬,শাওন-১/৪০।