লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের সাথে মতবিনিময় করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার। বৃহস্পতিবার (২ জুন) দুপুরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় ডিসি মো. মঞ্জরুল হাফিজ বলেছেন, আগামী ১৫ তারিখের ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। কোন ধরনের অরাজগতা বরদাস্ত করা হবে না।
পুলিশ সুপার জায়েদুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীদের সজাগ দৃষ্টি রাখার জন্য বলা হয়েছে। প্রত্যেক ভোট কেন্দ্রে বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা আইন শৃংখলা বাহিনীর সাথে সহযোগী হয়ে কাজ করবে।
এসময় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইব্রাহিম মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান (পিপিএম) সহ বিভিন্ন সাংবাদিক ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ।