স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: হারানো মোরগ খুজঁতে গিয়ে ১৪ বছরের কিশোরী ধর্ষণের শিকার হয়েছে।
রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত আটকে ধর্ষণ করে এক যুবক। এ ঘটনায় সহযোগীতার অভিযোগ উঠেছে আরও এক যুবকের বিরুদ্ধে।
ধর্ষণের অভিযুক্ত হলেন আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের ডেঙ্গুরকান্দি সায়েদাবাদ গ্রামে রমজানের ছেলে আপন (২০) ও সহযোগিতা হলেন একই গ্রামের সুরুজ মিয়ার ছেলে মাহাবুব।
ভুক্তভোগী কিশোরী জানান, ধর্ষণের অভিযুক্ত আপনের বাড়ির পাশেই পরিবারের সাথে বসবাস করতেন ওই কিশোরী। ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় কিশোরীদের দু’টি মোরগ পাওয়া যাচ্ছিলো না। মোরগ দু’টির খুঁজে বাড়ির পাশে চকে বের হয়। ওই সময় একা পেয়ে প্রতিবেশী আপন মুখ চেপে ধরে তুলে নিয়ে যায় ডেঙ্গুরকান্দি সায়েদাবাদ জঙ্গলে। সাথে ছিল মাহাবুবও। রাত ১১টা পর্যন্ত আটকে রেখে মাহাবুব হাত-পা ধরে রাখে আর আপন ধর্ষণ করে।
এ ঘটনার পর বাড়ি ফিরে কিশোরী অভিভাবকদের জানান। পরে আড়াইহাজার থানা পুলিশের দারস্ত হন ভুক্তভোগীর পরিবার।
আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান মোল্লা লাইভ নারায়ণগঞ্জকে বলেন, ‘ধর্ষণের অভিযোগ পেয়েছি, তদন্ত করা হচ্ছে ও আসামীদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। তবে, এখনও মামলা হয়নি।’