যথাযথ মর্যাদায় না.গঞ্জে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নানা কর্মসূচির মধ্য দিয়ে নারায়ণগঞ্জে যথাযথ মর্যাদার সাথে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ডাকে মুক্তিসংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল আপামর জনতা। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত হয় আমাদের প্রাণের স্বাধীনতা।

আমাদের সিটি করেসপন্ডেন্ট জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সূর্যদয়ের সঙ্গে সঙ্গে ৩১বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। দিনের প্রথম প্রহরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা প্রশাসক পরে পুলিশ সুপার, আওয়ামী লীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা, প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় পুলিশের একটি চৌকস দল করুণ সুরে বিউগল বাজানো হয়। পরে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সকাল ৮টায় শহরের পৌর ওসমানী স্টেডিয়ামে কুচ-কাওয়াজ, ছাত্র-ছাত্রীদের শরীরচর্চা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রসাশক রাব্বি মিয়া, পুলিশ সুপার হারুন অর রশিদসহ আরো অনেকে।