বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ধর্ষন মামলার যাবৎ জীবন সাঁজাপ্রাপ্ত আসামী পাভেল (২৭)কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
গত সোমবার রাতে বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের কদম রসুল কলেজ মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যার মামলা নং- ১৪(৯)১৯।
গ্রেপ্তারকৃত সাঁজাপ্রাপ্ত আসামী পাভেল একই এলাকার মজিবর রহমানের ছেলে।
জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক আবু তালেবসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ কদম রসুল কলেজস্থ মাঠপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পুলিশ বন্দর থানার একটি দায়েরকৃত ধর্ষন মামলার যাবৎ জীবন সাঁজাপ্রাপ্ত আসামী পাভেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত সাঁজাপ্রাপ্ত আসামীকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।