যার মধ্যে যত অধ্যবসায়, সে তত সফলতা পায়: অতিরিক্ত সচিব

বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রকিব হোসেন বলেছেন, নিজেকে উচ্চ পর্যায়ে প্রতিষ্ঠিত করতে পরিশ্রম আর ত্যাগের কোন বিকল্প নেই। যার মধ্যে যত অধ্যবসায় সে ততই সফলতা পায়। আমি নিজে কিন্তু সোনার চামচ মুখে নিয়ে এ পর্যায়ে আসিনি। আসলে আমি সচিব হতে চাই নি! আমি মনে মনে চেয়েছি আমি ভালো আর্টিস্ট হব। কিন্তু আমার মনে একটাই লক্ষ্য ছিল জীবনে একটা কিছু হবই। সরকারি হাজী ইব্রাহীম আলমচান স্কুল এন্ড কলেজ আমার শিক্ষার বীজ। আমার শিক্ষা জীবন এখানেই শুরু। আমি শিক্ষকদের সম্মান করেছি, পরিক্ষায় নকল করিনি, বইয়ের সাথে সম্পর্ক রেখেছি তাই এ পর্যন্ত আসতে পেরেছি।

বুধবার বিকেলে হাজী ইব্রাহীম আলমচান মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পরীক্ষার্থীরা এখনই সময় নিজেকে গড়ে তুলো,ভয় পেয় না,মন খারাপ করবে না, শিক্ষা ছাড়া মোবাইলে এক মিনিটও ব্যায় কর না আর সময়কে অবহেলা কর না একদিন সময় তোমাকে অবহেলা করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী, বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকম নুরুল আমিন, প্রতিষ্ঠানের প্রাক্তন সভাপতি আলহাজ্ব মঞ্জুর হাসান মঞ্জু ।

সরকারি হাজী ইব্রাহীম আলমচান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহম্মদ হালিম মজহারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,প্রাক্তন গভনিং বডির সদস্য মোঃ আশ্রাফ হোসেন,খালেদ হোসেন সহকারী অধ্যক্ষা লুৎফা বেগম, সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।