যা প্রত্যাশা করছেন তার থেকে বেশি কিছু দিতে পারব: সেলিম ওসমান

লাইভ নারায়ণগঞ্জ ডেস্ক: আর্দশ শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনটির উর্ধমুখী সম্প্রসারনের ব্যাপারে শিক্ষার্থীদের দাবী বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান। পাশাপাশি স্কুলের খেলার মাঠটি সংস্কারও করা হবে জানান তিনি।

এর আগে শিক্ষার্থীদের মধ্য থেকে স্কুলের ভবন ও খেলার মাঠ সম্প্রসারনের দাবী উঠে।

শনিবার (২৩ ফেব্রুুয়ারী) বেলা ১২টায় আমলাপাড়ায় আদর্শ শিশু প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আদর্শ শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আরিফ আলম দিপু। অনুষ্ঠানটি আয়োজন করেন আমলাপাড়ায় আদর্শ শিশু প্রাথমিক বিদ্যালয়।

সেলিম ওসমান বলেন, তবে এ ব্যাপারে কোন তাড়া হুড়া না করে সকলের সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সে জন্য এলাকাবাসী সহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা চাই। তবে বুয়েটের প্রৌকশলী দিয়ে ভবনটি পরীক্ষা করিয়ে বর্তমান ভবনটি যদি উর্ধমুখী সম্প্রসারন করানো যায়, তবে আমরা এটা করে দিব। এক্ষেত্রে হাতে ছাড়পত্র পেতে হবে। এ ব্যাপারে স্কুল পরিচালনা কমিটি ব্যবস্থা গ্রহন করবেন। আপনারা যা প্রত্যাশা করছেন তার থেকে আরো অনেক বেশি কিছু দিতে পারব বলে আমি বিশ্বাস করি।

এ সময় তিনি, স্কুলটির অভাবনীয় সাফল্যের এবং শিক্ষার্থীদের ভাল ফলাফলের জন্য সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীদের মায়েদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে সকল মায়েদের জেলা তথা বাংলাদেশের সকল মায়েদের শ্রেষ্ঠ মা বলে উল্লেখ্য করেন।

সেলিম ওসমান শিক্ষার্থীদের মাঝে বক্তব্য না রেখে স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীকে মঞ্চে এনে বিদ্যমান সমস্যা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন সম্পর্কে তুলে দরার কথা বলেন। যার পরিপ্রেক্ষিতে মিক্ষার্থী সামিহা ইসলাম, ওয়াসিদ খান, শাওন সাহা, নাজিফ হুমাইরা, আমিনুল হক সোহান সহ কয়েকজন শিক্ষার্থী বক্তব্য রাখেন। এ সময় তারা স্কুলের ভবনটি আধুনিকায়ন, স্থান সংকুলনের জন্য উর্ধমুখী সম্প্রসারন, মেধা বিকাশের জন্য খেলার মাঠ, স্কুল অভ্যন্তরে পাঠাগার, সহ বিভিন্ন দাবী তুলে ধরেন। সেই সাথে স্কুলটির অদূরে আসা যাওয়ার পথে ময়লার ডাস্টবিনটি অপসারন এবং স্কুল ছুটির পর নিরাপদ রাস্তা পারাপারের ব্যবস্থা করে দেওয়ার দাবী রাখেন। পাশাপাশি স্কুলের কাব স্কাউটস সদস্যদের নারায়ণগঞ্জ ক্লাবের সুইমিং পুলে সাঁতার শেখার সুযোগ করে দেওয়ার দাবী রাখেন।

পরিপ্রেক্ষিতে এমপি সেলিম ওসমান বলেন, হয়তো আমাদের নিজেদের ভুলের কারনে আমাদের ভবিষ্যত প্রজন্ম ব্যর্থতার মুখ দেখছেন। তাঁরা খোলামেলা পরিবেশে ঘুরতে চায়। বিভিন্ন স্থান ঘুরে দেখে অভিজ্ঞতা অর্জন করতে চায়। কিন্তু আমরা স্কুলের পক্ষ থেকে সেই ব্যবস্থা করি না। অথচ শিক্ষার্থীদের বিভিন্ন দর্শনীয় স্থানে নিয়ে যাওয়ার জন্য দুটি বাস নারায়ণগঞ্জ চেম্বারের কাছে দেওয়া আছে কিন্তু সেগুলো কেউ ব্যবহার করছে না। আর স্কুলের খেলার মাঠ সহ ভবনটি আধুনিকায়নের জন্য আমি পরিচালনা কমিটি, শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ, সহ এলাকাবাসীর সাথে আলোচনা করে যথাসাধ্য চেষ্টা করবো। আশা করছি আপনাদের চাওয়ার থেকেও বেশি কিছু আমরা দিয়ে যেতে পারবো। আর এ জন্য আমার সব থেকে বেশি প্রয়োজন এই এলাকার সাধারণ মানুষদের সহযোগীতা।

তিনি বলেন, আমি কমিটির নেতৃবৃন্দদের কাছে অনুরোধ করবো খুব দ্রুত সবাইকে নিয়ে আলোচনায় বসার ব্যবস্থা করেন। যাতে করে অতীতের ভুল ভ্রান্তি গুলো ঠিক করে আমরা সুন্দর ও উজ্জল আগামীর পথে এগিয়ে যেতে পারি।

উল্লেখ্য, স্কুলের পক্ষ থেকে ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি অধ্যয়ন করা সাড়ে ৩ শতাধিক কৃতি শিক্ষার্থীকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা অফিসার অতিন্দ্র কুমার মন্ডল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজল, শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সাবেক সভাপতি কাশেম জামাল, স্কুলের প্রধান শিক্ষক হালিমা খাতুন সহ অন্যান্যরা।