বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে স্ত্রীর সাথে অভিমান করে কামাল হোসেন (২৫) নামে এক হোসিয়ারি শ্রমিক আত্মহত্যা করেছে। শনিবার (২ ফেব্রুয়ারি) সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়
নিহত কামাল বন্দরের পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকার প্রধানবাড়ির নাসির উদ্দিনের ছেলে। গত শুক্রবার রাতে সে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে স্ত্রীর শাড়ি গলায় পেচিয়ে আত্মহত্যা করে।
এব্যাপারে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আত্মহত্যার কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের ভগ্নিপতি আ. আজিজ থানায় অপমৃত্যু মামলা করেছেন।
এলাকাবাসী জানান, পারিবারিক কলহের কারণে হোসিয়ারি শ্রমিক কামাল আত্মহত্যা করতে পারে। কারণ তার স্ত্রী মৌমিতা তার বিরুদ্ধে যৌতুক মামলা করেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) আদালতে তার হাজিরা দেওয়ার তারিখ ছিল।