যে যত শিক্ষিত সে ততো বেয়াদবও হতে পারে: ডিসি রাব্বি মিয়া

স্টাফ করেসপেন্ডন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ‘সমাজে শুধু শিক্ষিত হলেই হবে না। যে যত শিক্ষিত সে ততো বেয়াদবও হতে পার, যদি না তাদের শিষ্টাচার শিখানো হয়। তাই শিক্ষাকরা বেশি করে স্কুলের বাচ্চাদের শিষ্টাচার শিখাবেন। আমাদের মূল্যবোধের চাকা পরিবর্তন করতে হবে।’
বুধবার (১৩ মার্চ) সকাল ১০ ঘটিকায় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে, প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে নগরীতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেন, নিজেকে হ্যাপি রাখুন। আমি সব সময় একটি কথা বলি-হাসি মুখে রাখুন, ব্যাথা হৃদয়ে রাখুন। যেকোন সময়েই আমরা মারা যেতে পারি। তাই আপনার মেধা ও জ্ঞানকে অন্যের মাঝে বিলিয়ে দিবেন এবং মানুষকে সম্মান করবেন। আপনারা জানেন, দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা অনেক দূর এগিয়ে যাচ্ছে আমাদের বোনদের হাত ধরে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বোনদের হাতে শিক্ষা ব্যবস্থার উন্নতির দায়িত্ব হাতে তুলে দিয়েছেন।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাসুম বিল্লাহ বলেন, শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য সবাই মিলে কাজ করতে হবে। আর শিক্ষা সপ্তাহের মাধ্যমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদের শিক্ষার আসল অর্থ সম্পর্কে জানাবেন।
প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ উদযাপনে এ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অতীন্দ্র কুমার, নির্বাহী শিক্ষা অফিসার হোসনে আরা সহ নারায়ণগঞ্জ জেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments