স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: রাত পোহালেই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি মানুষের ফুলেল শ্রদ্ধায় ভরে যাবে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি।
আজ বৃহস্পতিবার ভোরের সূর্য পূব আকাশে উঁকি দেওয়ার আগেই ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক, লিংক রোড, বঙ্গবন্ধু রোড, নওয়াব সলিমুল্লাহ সড়ক হয়ে শহীদ মিনারের দিকে মানুষের ঢল নামবে। দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাবেন। প্রতিবারের মতোই ফুল হাতে শ্রদ্ধা জানাতে নগরীর সব পথ মিশে যাবে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে।
১৯৫২ সালে মাতৃভাষা বাংলার মর্যাদা ও অধিকার রক্ষার দাবিতে মিছিলে স্লোগানে প্রকম্পিত হয়েছিল তৎকালীন গোটা পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশ। বাঙালি জীবনে তাই একুশে ফেব্রুয়ারি ফিরে আসে নবজীবনের ডাক নিয়ে। হাজারও মানুষ ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারিদ এই গানের মধ্য দিয়ে প্রভাত ফেরি করে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে আজ।
২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন প্রথমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনার্থে কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করবেন। এরপর সকাল ৬টা ৩০ মিনিটে এক এক করে সংশ্লিষ্ট উপ-কমিটি, সকল সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পন করবেন।
এ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে এসেছেন শ্রদ্ধা জানাবে। নারী-শিশুরাও আসবে এই দলে।