রাষ্ট্রপ্রতি-প্রধানমন্ত্রীকে এমপি বাবুর শুভেচ্ছা

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের বিপুল ভোটে বিজয়ী সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

বুধবার (৩ ডিসেম্বর) নজরুল ইসলাম বাবু তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় বাবুর সহধর্মিনী ডা. সায়মা আফরোজ ইভা ফুল দিয়ে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।

জানা গেছে, কিছুক্ষণ তারা সেখানে অবস্থান করেন এবং কুশল বিনিময় করেন। এসময় তাদের একমাত্র ছেলে ইয়াসার ইসলাম ঈশান সাথে ছিলেন।

শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সাথে নজরুল ইসলাম বাবু বলেন, এ নির্বাচনে জনগণ জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে রায় দিয়েছে। এতে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। তরুণ প্রজন্ম এগিয়ে এসেছে এবং স্বাধীনতাবিরোধীদের বিপক্ষে ভোট দিয়েছে।

তিনি আরও বলেন, ‘আমি আড়াইহাজারবাসীর কাছে চিরঋণী। এ ফল শেখ হাসিনার উন্নয়নের ফসল। তার সহযোদ্ধা হয়ে কাজ করে যেতে চাই।’

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ-২ আসনে ২ লাখ ৩২ হাজার ৭২৩ ভোট পেয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম বাবু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম আজাদ পেয়েছেন ৫ হাজার ১১ ভোট।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments