লাইভ নারায়ণগঞ্জঃ রূপগঞ্জে ২০১৯ সালের হালনাগাদকৃত ভোটারদের স্মাট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
বৃহস্পতিবার (২৫ ফেব্রয়ারি) মুড়াপারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সম্মুখে নারায়ণগঞ্জ-১ আসনের এম.পি এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। রুপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ নুসরাত জাহান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা আন্ধলিক নির্বাচন কর্মকর্তা বেগম মাহফুজা আক্তার,রুপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূইঁয়া, নাঃগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ূর রহমান,মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ (আলমাছ)সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।